অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর
উঠেছিল নতুন সূর্য
এসেছিল নতুন ভোর
কত মায়ের কত কোল
হয়েছিল খালি
বীর শহীদের রক্তে
রাঙা হয়েছিল ভূমিতল
মনের আশা-উদ্দীপনায়
জেগেছিল গর্বে ভরা
নতুন স্বাধীন দেশ ।

দিশাহিন পথে আবর্তিত সমাজ
উড়ে চলে পঙ্কিল রথে
কীট-পতঙ্গের দল
টেনে নিয়ে যায় গভীর খাদে
লোলুপ্ত শিকারিরা
ঢুকিয়ে দেয় কুরে কুরে খাওয়া উইপোকা
ক্ষমতা-লোভী দস্যুদল
ভেঙ্গে দেয় স্বপ্ন আশার দীপ
স্বর্গ থেকে সংগ্রামী-আত্মা
অবলোকন করে চলে সাধের স্বাধীন দেশ ।

হায় সংগ্রাম, জীবন বলিদান
বুক ভরা আশার প্রদীপ
কবে আসবে নতুন কাম্য-দিন
পূব আকাশ জুড়ে ভোরের কাঙ্খিত সূর্য
যেদিন অস্তিত্ব থাকবে না
কীটপতঙ্গ লোলুপ্ত শিকারির
কুরে কুরে খাবে না উইপোকার দল
পালাবে ক্ষমতা-লোভী দস্যুদল
সেদিন আকাশ থেকে ঝরে পরা পুস্প-বৃষ্টিতে
শান্তি পাবে রক্তে রাঙানো বীর শহীদ-প্রাণ ।।