চোরাবালিতে আচ্ছন্ন পথে
অনাসৃষ্টির কালো ছায়া
ঢেকে দেয় পৃথিবীর রঙ,
আছড়ে পড়ে ঘূর্ণাবর্ত
ছারখার করে চারিধার,
তিলতিল করে গড়ে ওঠা স্বপ্নগুলো
ভেঙ্গে যায় এক লহমায় ।

মায়াবী নির্জন রাতে
সৃষ্টির আলোর নিশানায়
সাড়া দেয় এক অচিন পাখি,
ভোরের কুয়াশা ভেদ করে
পরিশ্রান্ত ডানা দুটো ক্ষতবিক্ষত,
হৃদয়ে সাজানো পুস্প-ডালি
নতুন সকালে শুভেচ্ছা জানায় ।।