চাঁদের আঁকা বাঁকা আলোর আল্পনা
এঁকেছে এক সুদূর পথ -
আমি চলেছি সেই পথে
নিরুদ্দেশে -
অজানা অচেনা এক পৃথিবী
হাতছানি দেয় রাতের সুখ-স্বপ্ন,
ভেসে যেতে চায় মন
নিরুদ্দেশে -
দুঃস্বপ্নের ইতিহাস সরে যায়
বহু দূরে -
জটিল পঙ্কিল আবর্তনের সীমায়
নিরুদ্দেশে - ।

চাঁদের আঁকা বাঁকা আলোর আল্পনা
জাগিয়েছে আশা
বুক ভরা ভালবাসা,
ফুলের আঘ্রাণে ভরে মন
বন্ধুর পথ লাগে মসৃণ,
বাঁচার নেশায় মত্ত হয়ে
শ্বেত-শুভ্র সুদূর পথে
খুঁজে পাই আঁকা বাঁকা আলোর
শেষ ঠিকানা নিরুদ্দেশে ।।