বাঁধ উপচানো জলের স্রোতে  
পাড় ভাঙে এলোমেলো অশালীনতায়
নিরাপত্তাহীন সোঁদামাটির বিচ্ছুরণ
মৌনতা ভাঙ্গে ভাদুরে মেঘের বিচরণ  
গভীর রাতের অন্ধকারে বিলীন চাওয়া-পাওয়ার মৌতাত ।  

কচি পাতার খাঁড়া রোমকূপগুলো  
অশনি সংকেতের সীমারেখার বেড়াজালে  
খোঁজে নিরাপত্তার আঁচল
মোহময়ী মোহিনী বাতাসের হিন্দোল
বারংবার ছুঁয়ে যায় অশান্ত নদী-মনের অশান্ত স্রোত ।।