ওরা বাঁচতে চেয়েছিল
শ্লোগানে ...  চিৎকারে
সম-অসমতার কথা বার বার জানিয়েছিল,

এক মুঠো অন্নের জন্য হাহাকার
ধেয়ে এসেছিল পথে পথে
শরীর হয়েছিল পুড়ে ছারখার,

বিবর্ণ আকাশ - মলিন পুষ্পের দল
আঁধারের দুঃস্বপ্ন-বিস্তৃত জাল
তবু হারায়নি ওরা ভগ্ন মনের বল,

ক্ষত বিক্ষত টুকরো টুকরো আশা
ফোঁটা ফোঁটা বৃষ্টির ক্যানভাসে
ফুটে উঠেছিল নতুন অঙ্কুরে নতুন ভাষা,

এখনও গর্জে সমবেত কণ্ঠের ধ্বনি –
আমরা বাঁচব অমৃতের ছোঁয়ায়  
প্রজ্জলিত হয়ে চলে শত শত মশালের অগ্নি ।।

      =======