আজও ওঠে পূব আকাশে নতুন সূর্য, আসে নতুন ভোর
যেমনটি উঠেছিল ১৯৪৭এর ১৫ই আগস্ট, খুলেছিল স্বাধীন দোর
কিন্তু কিসের মুল্যে সংগ্রামীরা দিয়েছিল প্রাণ
স্বাধীনতা-যজ্ঞে ক্ষুদিরাম থেকে দীনেশের আত্মবলিদান
তাঁরা আড়াল থেকে দেখছে তাঁদের সাধের স্বপ্ন, ঘুচিয়ে ঘন-ঘোর ।


যাঁদের রক্তে রাঙিয়ে ছিল স্বাধীনতা-যুদ্ধের আকাশ
এই দিনে যদি থাকতো তাঁদের উপস্থিতির অবকাশ
খুশী হতেন স্বাধীনোত্তর ভারতবর্ষ দেখে
অবাক চোখে ভারতবাসীকে ইংরেজকে রেখে
আজও স্বপ্নিল মোহে ফিরে আসে এই দিন, ভারতবাসীকে সাবাস ।।