খাদের কিনারায়-
উঁকি দেয় অসংখ্য প্রশ্নমালা  
সামনে মরণ ...?
না ... নতুন জীবন ?
পিচ্ছিল পথ পিছনে সরিয়ে
অদৃশ্য হয় খাদ  
দূরে অনন্ত আকাশ
সুরে অভাবনীয় সৃষ্টি,  
ঝরে যাওয়া বৃষ্টির পর
চমকে ওঠা রামধনুর সাত রঙ
অস্পষ্ট ভাবে ভাবিয়ে তোলে
নতুন জীবনের অদম্য প্রয়াসের সংজ্ঞা,
ডানা মেলা এক ঝাঁক পাখি
কিচির মিচির করা প্রাণোচ্ছাস
দেবদারু পাইনের সবুজ স্বপ্ন
দোলা দেয় মনের বিলাপে,
পাহাড়ি ফুলের অজানা সুবাস
ঝরনার কুলকুল হাসির ফোয়ারা
অভিমানী সহজ সরল বাতাস
চুপিচুপি শীতল পরশ ছুঁয়ে দিয়ে যায় হৃদয়ে,  
অব্যক্ত যন্ত্রণার আবছা ছবি
নিমেষে মিশে যায় অজানা পথে
সামনে নতুন জীবন ?  
না ... মরণ... ?


    *******