আকাশের সুরে মেঘমল্লারের তালে
জড়িয়ে ধূসর ওড়নি  
ওরে ও কালো মেঘ
নেচে বেড়াস দিগন্তের বহ্নি,  
তোর প্রেমে ঘর ছাড়া হয়ে  
উদাসী বাতাসে মন বড় চঞ্চলা
তোর টানে সাড়া দিয়ে
ছুটে যাই অনেক দূরে অবলা,
বদ্ধ মাতাল হয়ে আজ
ডমরুর তালে নাচবো  
মানবো না কোন বারণ
তোর ধূসর রঙে সাজবো,  
আয়না পাশে ছন্দের বানে  
প্রেমের জোয়ারে ভাসি
আকাশের সুরে মেঘমল্লারের তালে
ওড়নি জড়িয়ে মর্তে নেমে আসি ।।