মেঘের ধূসর রঙে
আঁকি ভালবাসার আলপনা
মুছে দেয় বার বার
অবুঝ বৃষ্টির জলপনা,
অলস ছন্দে এমনি করে
কাটল দুপুর বেলা
রুমঝুম ঝুম নূপুর ধ্বনি
দুষ্টুমির খেলা,
ছিনিয়ে নিল হাতের তুলি
রিনিঝিনি মিষ্টি হাসি
ছড়িয়ে পাতার ক্যানভাসে
আলিঙ্গনে ভালবাসি,
উদাস মনে রঙ্গশালায়
জুঁই-বেলির বাঁকা চাওয়া
মন-গভীরের চোরাবালিতে
ভালবাসা-রামধনুর পরশ পাওয়া ।।