ছিন্ন বস্ত্রের আড়ালে-
রক্ত ঝরা ক্ষত বিক্ষত শরীর  
বিকৃত যৌন কামনার বিধ্বস্ত রূপ
সে যে আজ কলঙ্কিনী  ... ।
সমাজচ্যুত অসহায় অবলার
বাঁচার অদম্য আকুতি
দু’মুঠো অন্নের হাহাকার
কেউ করে না কর্ণপাত ।  
জঠরে বেড়ে ওঠা লালসার ফসল
ক্রমাগত অঙ্কুরিত প্রাণ
একদিকে মাথায় কলঙ্কের বোঝা
অন্যদিকে মাতৃত্বের সান্ত্বনা ।
পূব আকাশের ঊষার রক্তিমতায়
ছিন্ন বিকৃত অসহায় সমাজচ্যুত  
কলঙ্কিনীর গ্লানি ছেড়ে মাতৃত্বের স্বাদে  
মুক্তি পেতে চায় আগামী-দিগন্তে ।।