ভব নদীর পাড়ে বসি-
ওরে ও কাণ্ডারি...  
করবি কত পার,  
পাগলপারা উজান বহে
ডুবল তরী,  
আকাশের সামিয়ানার আচ্ছাদনে-  
জলের ছিটের প্লাবন...  
দিনরাত সব একই তার,  
কভু হবে না সাঙ্গ এ খেলা,  
জীবন মরণের দোদুল্যতায়
হেরে যায় মরণ-  
জীবনের সন্ধিক্ষনে
অনু পরমানুর গোলকে
বেঁচে থাকে মান-অভিমান,  
জোয়ার আসে
ফিরে যায়
তবু স্তব্ধ কাণ্ডারি
পাড়ের নেশায় ।