সব ভালো করার ঔষধ-পত্তর আছে মানব- দানব
মন ভালো করার আছে কী?
দিন শুকিয়ে শুকিয়ে তেজপাতা হলে রাত ডাকে
রাত শুকিয়ে শুকিয়ে পানপাতা হলে দিন ডাকে!
আমার কোনো রাত যেমন নেই
তেমনি আমার কোনো দিনও নেই
আতসি কাঁচে স্বপ্ন আর দুঃস্বপ্ন জোড়া শালিক হয়
তবুও কাউনের মিহি দানার উল্লম্ফন দেখে
বিরুদ্ধ চেতনার মোক্ষ লাভ হয়!
রাজকীয় সময় পানসি হতে হতে চৌবাচ্চার
ছিপি হয়, অতঃপর হয় নিস্ফলা বিষফোঁড়া;
ফোঁপাতে ফোঁপাতে একটা সময় সেও হতে চায়
মনপুরা.... তবুও
আমি যা ছিলাম এখনও যেনো আছি সেই..
কেবল
আমার অনাকাংখিত কেলেংকারির শেষ নেই!
নিজের সময় নিজেই কচমচ করে চিবিয়ে খাই
ভূলোক, দুলোক ভূলুণ্ঠিত করে বারবার দেখেছি
তুমি ছাড়া আমার কোথাও আর কেহ নাই!!