মাঝিহীন নৌকার মতো ভেসে চলেছি
বাতাস যেদিকে ভাসিয়ে নেয়, আমিও সেদিকে ভাসি
গুজবের দশ পাখা দেখি আর মনে মনে হাসি!
পেঁয়াজের ঝাঁঝ নিয়ে কিছু লিখিনি
আশাকরি লবণ-টবণ নিয়েও লিখতে হবে না
চোখ থাকতে যে অন্ধ দেখে না, সে ভাবে
দুনিয়ার সব মানুষ আস্তা কানা!
সুনয়না,
কবিতা লেখা ছেড়ে দিয়েছি বলে ভেবো না
ভুলে গেছি বর্ণমালা
এবার আসুক গুজব ছড়াতে
আমিও ঠিক ঠিক দেখে নেবো সে কোন শালা!!