তবুও সমাজের এখনো মৃত্যু হ য় নি বলে ধরে  নিচ্ছি
আমরা সবাই দর্শক অথবা ধর্ষক!
যেহেতু এখনো দিন এবং রাতের পরিবর্তন হয়
যেহেতু এখনো শীতকারের শব্দ নিরাপদে পলাতক হয়!


ভালোবাসাহীন প্রেম অথবা প্রেমহীন ভালোবাসা
উভয়ই এখন আমার  ছেড়াঁ জুতোর সুখতলার মতোন,
কুয়োর জীবন আর সমুদ্র কোনোদিন এক কথা নয়
যে সমাজ ভালো না থেকেও ভালো থাকার অভিনয়
করে
পচা ডিমের মতো তার পচন রুখবে কে?