সন্ধ্যা তখনো হাত খানেক বাকি
আমার প্রায় স মা হি ত মনের মতো সুরুজ এর রং
কয়েকটা শিয়াল নতমুখে প্রস্থান নেয়।


আমি ভাবি শিয়ালের মতো কিছু মানুষ
যারা হুংকার বিহীন চিংকারেও বডড ভয় পায়
এই সমাজের প্রতিবাদী ভাষা তারাই গিলে খায়।


এমনি করে এখন আমিও শিয়াল হতে চাই
ভুলে যেতে চাই আশা লতার ফুল
যতো খুশি হয় হ উ ক ভুল
শিয়াল ই আমার বৃক্ষ তুল্য প্রকৃত শিক্ষক হউক
তবুও যদি নিচু মাথা বাঁচার সুযোগ পায়!!