কতোদিন হয় দিনের কোনো সংজ্ঞা নেই
ঘোরে-বেঘোরে দিন যায়, রাত যায়
কবির পর ফেরারি হয় কবিতার পর কবিতা!


যে বনে বাশঁ নেই, সেখানে দুর্বাই বাশঁঁ
যে মনে মন নেই, শুধুই আছে ক্ষমতার রাশ!


সেই বন কেমন বন
সেই মন কেমন মন?


সন্ধ্যা নামার আগে যে রাতের কথা ভাবে না
সে মানুষ কেমন মানুষ?