কিছুদিন যাবত আমাকে একটা রোগে ধরেছে রোগ
ভালোবাসার কবিতা লেখার রোগ
যে হতভাগা কোনোদিন প্রেমে পড়েনি
সেই পামর কি করে বুঝবে.. ভোগ আর সম্ভোগ!


যখন আকাশ থেকে সোনার মোহর ঠাসঠুস পড়ে
ঝড়ে পড়া আমের মতো তারা লাফিয়ে লাফিয়ে ধরে!
আবার যখন মাটি ফুঁড়ে নক্ষত্র ওড়ে
তখনও ভালোবাসার কারবারিরা খাবলাইয়া ধরে!


আচ্ছা যতো খুশি ধরুক...  যতো খুশি ধরতে থাকুক
কবিতার মতোন আর কে আছে
যে আমাকে স্বর্ণলতিকার মতোন জড়িয়ে রাখে
রাত হউক বা দিন হউক সবসময় হাত বাড়িয়ে থাকে!