সারাদিন বিছানা আর পিঠ প্রায় একই সাথে ছিলো
অনেকটা আকাশ আর দিগন্তের মতোন
যদিও এপাড় এবং ওপাড়
তবুও তা আমার কাছে ঢেউ আর সমুদ্রের কারবার!


ইদানিং দুই চোখ বন্ধ করলেও অনেক কিছুই দেখি
পৃথিবীর পৃষ্ঠার পর পৃষ্ঠা অনায়েসে পড়ে যেতে পারি
কেবল হাজার প্রচেষ্টা সত্ত্বেও চিনতে পারিনি নিজেকে
আমি যেনো দিন দিন নিজের কাছেই নিজে অচেনা
তাহলে কীভাবে শোধিবো মাটির দেনা, আকাশের দেনা!


সারাদিনই কেবল এইসব ভেবেছি
চাঁদের বুড়ির চরকা কাটার মতোন উচ্ছ্বল আলোর নদী
জন্ম থেকে মৃত্যু
প্রজন্ম থেকে প্রজন্ম এখন কেবলই রূপান্তরিত আত্মা
সবাই অমরত্ব চায়...  নিরবধি!!