ভেবেছিলাম সময়ের কাছে কিছুটা সময় ধার চেয়ে নেবো
অনেক বছর ধরে অপালন পড়ে থাকা জল জাগ দেবো
আচানক ভেঙে দেবো ভেংচি কাটা রাতের সমস্ত নীরবতা
আমার সকল চাওয়া ভেংচি কেটে কেটে দিন-দুপুরে.....
সময়ের মতো নীরব প্রস্থান নিলো... আহা! চাঁদ হয়ে কেউ
বাগানে ফুটলো না!


কবিতার কথা ভেবে একদিন পথেই ছিন্নমূল সেজেছিলাম
কতো গল্পের দেখা পেলাম
কতো  কতো নদী এলো আর গেলো
সমস্ত আকাশ জুড়ে তারাদের কতো কানকথা শোনা গেলো
আমি পথেই পথ হয়ে বসেছিলাম, কবিতা সেই পথে আর এলো না!


কে জানে এখন কবিতার কতো পথ..... কতো....কতো
পথে পথে কতো রাজপথ.... সোনাই মুড়ির কতো গল্প কথা
আমার বাবুই পাখির মতো ছোট্র একটি বাসা, ভালোবাসা
ছাড়া, আশা ছাড়া ওখানে আর কিছু নেই.......
কবিতার মতো আমার বেনারসি নাগরিক মন নেই
শান বাধাঁনো হাজারো শব্দের ঘাট নেই, নিয়নবাতির আলো নেই
আমার কেবল আছে পথিক মন.. পথের দিকে চেয়ে থাকা!!