গল্পটা রাবিশ, তখনও গাঙচিল ডাকেনি
ফুটপাত ধরে সময় হেঁটে যায়, আমি হেঁটে যাই
পেছনে পড়ে থাকে শতবর্ষের জ্যান্ত ফসিল,
এসব কেউ মনে রাখে না,
সবাই সবকিছু ভুলে যায়, কিছুই মনে রাখে না;
এভাবেই বুঝি খাপ ছাড়া জীবন চলা সহজ হয়!
ফুটপাতের উপর ফুটপাত সটান ঘুমিয়ে আছে
এখানে দলিত জীবন কেউ কিনে না
সর্বাঙ্গে মশা আর মাছি, তারাও ঘুমিয়ে আছে
কেউ কেউ নাসারন্ধে খুঁজে নিয়েছে ঠিকানা!
পাশেই আকাশ, চারদিকে চিলেকোঠা------
সেখানে বাউরি বাতাস হাসতে হাসতে কবিতা
লিখে, কেবল সেখানে ঘুম আসে না!