একের পর এক স্কেচ এঁকেছি,  শুভ্রতায় ঢেকে দিতে চেয়েছি
চোরাবালি জীবনের একেকটি পঠিত - অপঠিত অধ্যায়; প্রতিটি
ধাপেই, প্রতিটি চাওয়ার সাথেই পাওয়ার সাযুজ্য বেশ রকম
করেই মিলে গিয়েছিলো; তবু কেনো জানি অপূর্ণতার কড়িকাঠ
হামেশাই চৌকাঠ মাড়িয়ে যায়!

প্রকৃতি আর মানুষের রকমফের বুঝি ঠিক এখানেই তৃপ্তি আর
অতৃপ্তির ঢেঁকুর তুলে! কেউ কেউ সব পায়; তবুও কিছু একটা
না পাওয়ার যাতনা তাঁকে জীবনভর তাড়িয়ে বেড়ায়; আর কেউ
কিছুই পায় না, তবুও হতাশা আর বিষণ্ণতার জলছাপ সে পোষে
রাখে না! সে ধরেই নিয়েছে, তাঁর কোনো চাওয়া থাকতে নেই,
তাঁর কোনো পাওয়ার অধিকার নেই!  

দু’পক্ষের এই সত্যক সারণির তুলনামূলক চিত্রে কেউ হারেনি,
কেউ জেতেনি; সমুদ্রের লোনা পানির মতো সবারই দিন চলে
যায়, কারো পেছনে পড়ে থাকে ইতিহাসের জীবন্ত বালিয়াড়ি,
আর কেউ ওসব বালিয়াড়ি-টালিয়ারির ধার ধারে না!!

আমিও তেমনি প্রকৃতির শাবক, এখনও বুঝে উঠতে পারিনি কিছু!
একেক সময় আমাকেও অন্তহীন চাওয়া পিছু ধাওয়া করে, এরি
মাঝে আমি সেদিন দুবলার চরে বুঝি গেছি, বুঝে গেছি আমি----
বুঝে গেছি অনেক কিছু -----
আমি যে কতো বড় এক শিশু!!