রোজকার মতো---
আজো চামচিকা এসে ভরপেট খেয়ে নিলো
জলহস্তী সতেজ,  
টিকটিকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিলো!!
সভ্যতা লজ্জা পেলো না
লজ্জা পেলো বেবুনের লেজ!!  


লোভনীয় বিজ্ঞাপন দেখে অফার কিনেছিলো
ছমিরন বিবি
এখন অফারও নাই, বিজ্ঞাপনও নাই
তালগাছ খেয়ে নিলো সবি!!  


একযুগ পর বাড়ি ফিরে এসেছিলো ময়না পাখি
এসেই দেখে
ঘর নেই, দুয়ার নেই, কয়েকটি এলিয়েন আছে!!