একটা ডানা কাটা কবিতার খুঁজে তখন রাতের চতুর্থ প্রহর কাবাব;  
না, কবিতার একটা লাইনও মস্তিকের জট খুলে বেরিয়ে এলো না!
নিরুপায় হয়ে আমি রিমোট হাতে টিভির জানলা খুলতেই দেখি,
একটা টকশো! জলে ভাসা মানবতা---!! সমসাময়িক ঘটনার চর্বিত  
চর্বণ; বেশ লাগছিলো।
যদিও বিষয়ের বাস্তবতা নিঃসন্দেহে এরচেয়েও ভয়ংকর সুন্দর!!
তবে কথা হলো কী---
খেলার মাঠের বাইরে থেকে কতো কথাই না বলা যায়!!  

আকাশে কতো তারা আছে-- তা যেমন গুনে বলার দরকার নাই,
তেমনি দরকার নাই--- এ দেশে কবি আর টকশোওয়ালাদের সংখ্যা
সংখ্যা তাত্ত্বিক পরিসংখ্যান!  
এরচেয়ে দুরহ কাজ বুঝি ত্রিভুবনে দ্বিতীয়টি আর নেই!!
স্কুল বেলায় একটা আদম শুমারির কাজ করেছিলাম, এতো কঠিন নয়।

সবচেয়ে মজার কথা হলো, টকশোওয়ালারা যেন-তেন বিষয়কেই বেশ
রাজনীতির প্রলেপ দিতে পারেন, আর
আমরা কবিরা আধমরা, খোলস ছেড়ে কোনোভাবে বেরুতে পারি না!
অকপটে লিখতে পারি না, কলম ভেঙে যায়!!

তাহলে কী বলতে পারি?
যে কবি সত্যকে মনের মাঝে গোপন করে অর্ধেক সত্য দিয়ে কবিতা লিখেন
অথবা
সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে কবিতা লিখেন, সেই কবিতা
কতোটা ------পাঠকের মনের গভীরে বিস্তার লাভ করবে---??
নাকি জলে ভাসা মানবতার মতো এও অসহায় ভাসতে থাকবে--!!


প্রিয় পাঠক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এটিও কোনো কবিতা নয়;
একটি অর্ধেক কবিতা!!