সেই কবে তোমাকে দেখেছিলাম বুটিক সকাল  
আজ আর দিন-তারিখ কিছুই মনে নেই!
তোমার দু’চোখে জল পতনের শব্দ শুনে বুঝতে
পেরেছিলাম, কানামাছি খেলার দিন আর নেই!  

এরপর ভূগোল বইয়ের কোনো একটা পাতা মন্ত্রসিদ্ধ হয়েছিলো
ভাঙ্গা হাটে জোসনা দেদার বিক্রি হয়েছিলো
আমি কিনে নিতে পারিনি!

এখনও বিদ্যুৎ নেই
গ্রীষ্মের সেই বুটিক সকালও নেই
কেবল তুমি আছো!  

তোমার সেই ডাগর আঁখি আর যুক্ত ভ্রু আছে!!