কচি ঘাসে শিশির জমে
মুক্তো দানা রই
প্রেম পিরীতি সবই আছে
হিজল তমাল কই!

পাখির ডাকে ঘুম ভাঙত
মায়ে দিত চুম
সূর্যি মামা জাগার আগে
ছিল পড়ার ধুম!

রাত বিরাতে আমার সাথে
থাকত তারার দল
এখন শুধু গভীর রাতে
আসে তোমার কল!

বাবার সাথে স্কুলে যাই
মায়ের সাথে আসি
তবু আমি এই মাটিরে
গভীর ভালোবাসি!