আজকাল যা বেঢপ গরম পড়েছে
আনাড়ি হাতে ডিম ভাজতে তেলের ছিটার মতো
পরিচয়বিহীন।


কেউ কাউকে কোনো ছাড় দেয় না
সবার মেজাজ-মর্জির বাজারদর খুব চড়া
এদিকে প্রকৃতি ও কবি –
এদের কেউই হাত গুঁটিয়ে বসে নেই;
যে কোনো সময় বজ্রসহ বৃষ্টিপাত হয়
আর
কবিরও শব্দে শব্দে, বাক্যে বাক্যে কবিতার
মতো করে কিছু একটা প্রসবের পর প্রসব হয়!
আমি এই নতুন পৃথিবীর পাড় ঘেঁষে হাঁটি
হাওয়াই চপ্পল উড়ে—পা থেকে হাত খানেক দূরে
আমার কিছু কিছু নিরীহ কবিতা গান হয়
আর কিছু কিছু কেতাদুরস্ত কবিতাও গান নয়!


ক্ষমতাহীন যা বলেন তা কেবল-ই সর্বংসহা মাটি
আর ক্ষমতাশালী যা বলেন,তা সব সময়-ই খাঁটি!!