দখিন দুয়ার এখনও
আছে খোলা
ফিরে আসতে চাও
হে পথ ভোলা !

মনের বাগানে নিতুই
কলমি ফুটে
আমার গগনে তোমার
রবি উঠে !

তোমার বানানো শরবত
যদিও চিরতা
তবুও শান্তির খুঁজে
বিলাই বারতা !

একই কাজ করি মোরা
থাকি এক দেশে
ভেদাভেদ ভুলে যাই
শুধুই একটু হেসে !!