জন্ম থেকে কিছুদূর তাকিয়ে থাকি
ঝরাপাতা, ফুল আর পাখিদের কথা মনে হয়
মনে হয় সবুজ দিন, রুপালি জোছনার রাত
ডান কাতে আজও... ঘুমিয়ে আছে
একদিন, কোনোদিন হয়নি প্রভাত!


বাহারি শবাহারী একটা একটা করে প্রহর
গিলে খায়, তবুও সবাই গতবুদ্ধি উতসবে মেতে থাকে,
যুদ্ধং যুদ্ধ খেলা চলে বড়শি বাঁধা নাকে।


কেউ কেউ ভালোবাসে আঁধার, উদগ্রীব জীবনের
সুচি, অথচ আসন্ন খেরো খাতা পাস্তুরিত হয়
জীবন্ত স্মাত, প্রতি পলে হিসাবের দিন প্লেবয় হয়
প্রতিটি সন্ধ্যা রাগে,
রাগপড়া সময় তবুও কোনো কিছু বুঝে না
গলধঘর্ম হয় তবুও সবকিছুতে কবিতা হয় না!!