আজ কোনো কাজ নেই সৃষ্টি আর বৃষ্টি
নাতিদীর্ঘ তবুও ব্যথায় চিনচিন করে হায়
মানুষ আর পশু কাছাকাছি, উড়ন্ত শতাব্দী
এখন আচানক আনমন নাক ডেকে ঘুমায়!


কতো মানুষ মানুষের মতো হেঁটে যায়
ডান হাতে, বাম হাতে উল্কির পর উল্কি আঁকা
উইপোঁকা, পিপীলিকা এরাও মানুষ চিনে
কেবল দুর্বাসা মুনির রাশভারী মন ফাঁকা!


শোনা কথায় কতো শোনা যায় লাখে লাখে
হাতি আর ঘোড়া, নেটওয়ার্ক সর্বময়
কান কথায়  কান থাকে নাকি  যায়.....।
যতোদুর
জানি সত্যিকার পথিক পথেই ঘুম....!