আর কতোটা অন্ধকার হলে তোমরা একে রাত্রি বলবে?
আর কতোটা.....আর কতোটা?
একদিন চৈতি হাওয়ায় বলেছিলে সারস বসন্ত আসুক
কতো বৈশাখ গেলো... আষাঢ় গেলো, শ্রাবণও গেলো....
কতো জল গড়িয়ে গড়িয়ে নেশারঝোঁক বাড়িয়ে দিয়ে গেলো
তোমাদের সেই সারস বসন্ত আর কোনোদিন আসেনি.!


ততোদিনে আমিও শিখে গেছি অক্ষরধর্ম, অন্ধকার বুনট
ততোদিনে জল বসন্তের জায়গাজমি দখলে নিয়েছে গুটি
বসন্ত!
অথচ কী আশ্চর্য!
সামনে এগুনোর কথা বলে বলে তোমরা কেবল পেছনেই
জায়গির খুঁজে নিচ্ছো..........!


আমার আনারসি স্মৃতিরা এখন ভাসা ভাসা জলে ভাসা
ঘষামাজার পর চলছে ঘষা মাজা
বুঝতেই পারছো তবিয়ৎ ভালো নেই, খুজে ফিরে ভাষা
অন্ধকার আরও পিচ্ছিল হয় হোক চামচিকা
আমিও কম না নিসিন্দা রাত্রির পাহাড় মরীচিকা......!!