যেদিন নারীর চিৎকার শুনিনি, সেদিন শুনিনি নদীরও
অতঃপর হাজার হাজার গণকবর কথা বলে উঠেছে
আকাশ পাড়া থেকে খসে পড়েছে সাগর-মহাসাগর
সবাই সবকিছু মহাজাগতিক বলে বলে এড়িয়ে গেছে.........।।।
অতঃপর সবাই কুট কৌশলের জয় দেখেছে
পৃথিবীর সব মৃতনদী গুলো নারী রুপ পরিগ্রহ করে
নতুনত্ব কিনে নিয়েছে!


তবু কিছু পচা বাসি সময় ছাড়া আর কেউ ফিরে আসেনি
ফিরে আসেনি প্রীতিলতা, বীরাঙ্গনা সখিনা  ওরা কেউ
এখন নদীর যেমন কোনো ঠিকানা নেই, গন্তব্য নেই
তেমনি নারীরও কোনো কিছুতে কোনো মন্তব্য  নেই!!


ঠোঁটে ঠোঁট রেখে যেদিন অভিধান ভুলতে শিখেছি
সেদিন আবারো ফিরে আসছে
আসুক তাতে কার কী?
তবুও তো নদী ও নারীর চিৎকার ভুলে থাকতে শিখেছি!!