এখন একটা কবিতার জন্য কতো হাহাকার করি
পাশ দিয়ে কতো কুকুর হেঁটে যায়, শিয়াল দৌড়ে যায়,
ঘুটিসুটি মেরে বসে থাকে মায়া বিড়াল...
সে আসে না, সে আমাকে আর ভালোবাসে না!


অথচ একদিন এমন কোনো রাত ছিলো না, যে রাতে
নকশি কাঁথা শব্দ সুখ সেলাই হতো না, এমন কোনো
দিন ছিলো না যে দিনে দুই পাড় ভাঙা জল উপচে যেতো
না...এখন কেবল সেসব দিনের, সেসব রাতের হাড়
ভাঙা কংকাল গুনি, ক্রমশ অপ্সৃয়মান অন্ধকার
দুরীভুত হওয়ার ব্যঞ্জনার আশায় আশায় প্রহর গুনি!


আমি চাই অন্ধকারের ভয় ছেঁটে ফেলে সে আসুক,
সুতিয়াখালির স্বাধীন জলের মতো মিটিমিটি হাসুক
উজান থেকে নেমে আসা পানির ঢলে সে আমাকে
সেই আগের মতো ভালোবাসুক......ভালোবাসুক...................!!