একদিন কবিতা সমগ্র হবে উদগ্র বাসনা
খোলস ছাড়ার আগে সাপ যেমনটি থাকে তেমনটি
সন্ধ্যা জ্বলে উঠা সবাই মনে রাখে
মূষিক পর্বতের কথা কেউ দীর্ঘদিন মনে রাখে না!


অসুন্দরের সাথে পাল্লা দিয়ে সবকিছু বাড়ছে
কেউ জানে না কোন্‌ দিন ভাঙবে পৃথিবীর ঘুম
ফরফর শব্দ করে কেবল কবিতার শব্দেরা উড়ে
কেউ জানে না
ঘুণ পোকা বসে আছে অতিনিকট দূরে!