ইদানিং অন্ধকারের পালে খুব হাওয়া লেগেছে
শিথান থেকে শুরু করে সমস্ত সিথিঁ পথ জুড়ে ভোর হয় না
সবাই নির্বিবাদ থাকতে চায় দুর্বাঘাস
সবাই এখন ভাবতে শিখে গেছে, একজনের কয়টা জীবন থাকে?
আষাঢ়-শ্রাবণ এখন ভিন্ন ভিন্ন কোনো মাস নয়
ওরা এখন একাংংকিকা জীবনের প্রতিনিধি, অপেক্ষ কেবল
কোনোরকমে একপায়ে বৈতরণী পার হওয়া.......!!


কেউ কেউ থেমিসের নিরাপত্তা নিয়েও ভীষণ ভাবে উদ্বিগ্ন
আজকাল কোনো মৃত মানুষও নিরাপদ না
ঝতুগত জীবন এখন কতোটা জীবন.... অনেকেই ভয়ে
সেই প্রশ্নও তুলতে সাহস পায় না!


দেনার দায়ে যদি পৃথিবীর সমস্ত সুখ বিক্রি করে দিতে হয়
তবুও সে-ই ভালো....
জলের কপাট খুললে জল আসবে
নাকি
আগুন আসবে....... তার নিশ্চয়তা কে দেবে?


তবুও আমার গতবুদ্ধি হউক, পরাংমুখ জীবন কার ভালো  লাগে?
তিরতির করে  কেচুর মতো সাপ উঠে আসে.... আসুক
তবুও তনুপ্রাণ সত্যিকার জলের তৃষা কী তা বুঝুক!!