শব্দের ভারে যে কবিতা নত হয়,
অথবা শব্দ ও সার্থক বাক্যের শোকে
যে কবিতা---
আহত হয় অথবা নিহত হয়; চেতনে
হোক বা অবচেতনে হোক
আমরা অনেকেই তাকে কবিতা বলি!
একবারও ভাবি না,
বিড়াল বনে গেলেই বাঘ হয়ে যায় না
বড়ো জোর বাঘের মাসী হয়!
কাক কোকিলের গলা নকল করে,
করতেই পারে!
কাক কি তবে কোকিল?
বড়োজোর হতে পারে বসন্তের কোকিল!
আসল কথা হল----
কবিতায় শব্দের মায়াজাল সৃষ্টি করা
সময়ের সিকিভাগ হলেও বুকে ধারণ করা
আস্তাকুঁড় থেকে কবিতাকে রক্ষা করা!!