ধুপ
ধুপ
চুপ...
আমি ভাঙা আরশিতে দেখছি আগামীর মুখ...
কোথাও লক ডাউন নেই!

সজনে ডালে কোমর দুলিয়ে  ঝুলছে বানর
দোয়েল, কোয়েল, শ্যামা;
কেবল এখনো তেমনি আছে সে... যে ছিলো আগে
শকুনি মামা!

অনেক কমে গেছে কার্বন মনোক্সাইড
আগের চেয়ে ঢের ভালো আছে ওজোন স্তর
অবশ্য তেমনি আছে যে করেছিলো চাল চুরি
তার যমকালো অন্তর!

অতঃপর আমি প্রাইমারি স্কুলে ভর্তি হই
চ তে চাল
ছ তে ছালা
ক তে কালা
তোমরা সবাই ১০০% ভালো মানুষ....
কেবল আমি একাই শালার শালা....!!