এখন আর দুঃখ ভাড়া করতে হয় না
আঙিনা থেকে আমাজান....
রোদ থেকে বৃষ্টি, হ্রাস থেকে বৃদ্ধি এরা সবাই একই সমান!
আমি তাকাই পা থেকে মাথা...
মাথার উপর থেকে প্রথম আসমান
কোথাও নেই আমার এতোটুকু সঞ্চিত ছামান!
তবুও আমি ভাবি আমার ভেতর.....
আমাকে জড়িয়ে আছে এ কার সন্তুষ্টির চাদর?
আশায়
ভালোবাসায়
উৎকণ্ঠায়
আমি কার... কে আমার?
আমি জানি আমি কোনোদিন মহাসমুদ্র নই
আমি কোনোদিন মহাবৈভবী মহাআলোকও নই
আবার আমি এদের থেকে পৃথক কিছুও নই!!
তাহলে কে আমি...?
আমার বিষয়--- আশয়....
এই কী আমার সত্যিকারের পরিচয়?