একটা কবিতাবিহীন পৃথিবীর কথা মাঝে মাঝে ভাবি
যখন সমাজ নপুংসক হয়ে যায় তখন
যখন সমাজের মানুষ গুলো পশু হয়ে যায় তখন!


আমি আজব অন্ধকার রাতের কথা ভাবি
যে রাতের দাতঁ করাতের মতো ধারালো
যে রাতের গন্ধ বুনো শুকুরের মতো উৎকট!


আমি মাঝে মাঝে ভাবি ছেড়াঁ দ্বিপ ছেড়ে কিছু
হিংসুটে বাতাস আসুক
আমার কবিতার শহর, নগর, বন্দর উড়িয়ে নিয়ে যাক
হিমালয়ের কোনো এক অতল সরোবর!


আজকাল কবিতা ও কবিদের নিয়ে কতো কথা হয়
এখানেও অন্ধকার রাতের কথা শোনা যায়
হিংসার বদলে হিংসা, ঘৃণার বদলে ঘৃণা
কেউ কেউ মুখ টিপে হাসে, আমার কোনো লজ্জা নাই!!