--- জসিম উদ্দিন জয় ---


কবি মানে খুব নিরালায় একা,
প্রকৃতির মুখোমুখি বসে থাকা,
মুঁঁগ্ধ বিস্ময়ে তৃষ্ণার ছায়ারেখা।  


কবি মানে অন্য রকম ভালো
শিশির ভেজা দিনের প্রথম আলো,
দুর করে কুসংস্কার যত কালো।


কবি মানে হৃদয়ে স্বপ্নের জাগরণ
তপ্ত হৃদয়ে ক্ষিপ্ত অকারন,
ভালোবাসা আর স্পর্শের শিহরন।


কবি মানেই বড্ড একটা অভিমানী
মুক্তমনের মুক্তচিন্তা আর পাগলামী,
আনমনে অবুঝ হৃদয়ের মাতলামী ।  


কবি মানে বিশ্ব বাংলার শব্দান্তর,
প্রক্ষান্তর, দূর প্রান্তর, কাপেঁ অন্তর,  
ঝড়ঝড় বাতাসে শব্দের ফুস মন্তর।


কবি মানেই সৃষ্টি সুখের কবিতা,
বৃষ্টিভোজা ফুটন্ত ফুলের ছবিটা,
প্রভাত আলোয় বাংলার রবিটা।


কবি মানে লালন করা অজানা ব্যথা
নিরব নিথর ভাসমান পদ্মপাতা
সৃষ্টিশীল পদ্য আর গদ্যকথা।