অভুক চন্দ্রিমা আজ নৈবদ্যের থালায়
ফুলগুলো কখন-কোথায় যেন উদাও হল
কোন ঐশ্বরীয় ক্ষমতায়
পূজনীয়ার মুখে তব ক্ষীণ হাসি
হে প্রিয় আজ গ্রহণ কর
এ ভিখারির শেষ সম্বল।


তুমি যা দিয়েছ আমায় ওগো
তিলেতিলে সারাটা জনম ভরে
সব কিছু এসেছি নিয়ে তোমারই পদতলে।
তোমারই লেখা গান তোমাকে শোনাই
পরম শ্রদ্ধা-ভকতি লয়ে।


তোমাকেই দিয়েছি সঁপে আমার জীবন ও মরন
নেই অবশিষ্ট পূর্ণিমা কিংবা রোদ্দুর
প্রিয় আজ আমি ধন্য কর যদি গ্রহণ।