তোমার সহচর হব বলে
নিদ্রাহীন কষ্টে, অাধার ঘন নিশিতে
দুচোখ খুলে তাকিয়েছি চারদিকে
তোমাকে দেখতে পাইনি
স্পষ্ট কিংবা আবছায়ার মত।
যেভাবে উকুন শিকারের জন্য
গ্রাম্য মেয়েরা বিলি কাটে মাথার ঘন চুল
সেভাবে দুহাত দিয়ে বিলি কেটেছি অন্ধকারকে
তোমার ছোঁয়া পাইনি।
হতাশায় আবারো দুচোখ বন্ধ করে
শুয়ে পরি বিছানায়
হয় নিদ্রা না হয় তোমার প্রত্যাশায়।


তোমার সহচর হব বলে
তোমার হাতে বারবার হাত রাখি
তোমাকে কাছে টানি অালিঙ্গনের ব্যর্থ চেষ্টায়
অথচ তুমি কিনা দূরে চলে যাও
চোখের পলক পড়তে না পড়তেই
কেন তুনি বুঝতে পারছ না
আমি তোমার মত ব্যাকুল
হে মোর কল্পনার সহচরী।


(একজন কবির কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে যার নামটা আজ স্মৃতির পাতায় নেই )