আমি দেখেছি খাদ্য সঞ্চালনে পিপীলিকার মৌন মিছিল
হয়ত হেটে যাচ্ছে কোন মিলেটারীর দল।
কিংবা ফড়িং এর লাফিয়ে চলা একটা পোকা ধরার ছলা কৌশল।


অতঃপর মৌন মিছিলে নিজেই আঘাত হানি
পা দিয়ে মারিয়ে মাটিতে মিশে ফেলি পিপীলিকার দেহ, পিপীলিকার স্বপ্ন।
ফড়িং ধরে সুতায় বেধে থামিয়ে দেই উড়ানোর স্বপ্ন, উড়ানোর স্বাধীনতা।


এক সময় মেরে ফেলি হাতের কারিশমায়।
কোন অনুশোচনা হয় না জীবন চলার পথে
ভুল করেও হয়না স্মরণ "জীব হত্যা পাপ"
আর হবেই বা কি করে?
যেদেশে মানুষ মারা পূণ্যের কাজ
সেদেশে ছোট পিপীলিকা আর ফড়িং.....।