এই যে আমাকে দেখছো
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা লালসবুজের প্রতিচ্ছবি।
এটা আমি না, আমার খোলস।
এখানে মিশে আছে আর্য-অনার্যের রক্ত
মৌর্য, গুপ্ত, পাল, সেন, শাহ, সুলতানদের অমর কীর্তি
লুটতরাজ ব্রিটিশ-পাকিদের কবলে সর্বহারা
প্রাগৈতিহাসিক থেকে একবিংশেত যত লুকায়িত উপাখ্যান।
বঙ্গ, হরিকেল, সমতট, বরেন্দ্র, পুন্ড্র, তাম্রলিপ্ত, চন্দ্রদ্বীপের
খন্ড খন্ড মানচিত্রের মিলন।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সহ তেরশত নদীর
কলতান, মোহনীয় ঘোলা ঢেউ।
বারবার রক্ত গঙ্গায় স্নান করা ছিন্নবিচ্ছিন্ন অবচেতন আত্মা
কোটি কোটি মজলুমের বেঁচে থাকার আত্মচিৎকার
আর জালিমের ক্ষণবিজয়ের অট্টহাসিতে
আমি ঘুমাই অথবা জেগে থাকি।
সৃষ্টি করি আর একটা নব যুগ বিজয়ের প্রত্যাশায়
জানো, আমি কে?
আমিই বাংলাদেশ।