আমি ঘোরের মাঝে আবিষ্কার করি নিজেকে
এক বিপদসংকুলাবস্থায়
ডাঙ্গায় বাঘ জলে কুমির গাছে অজগর
বাঁচাও বলে চিৎকার করে শুনতে পাই
নিজের বিভৎস আওয়াজের প্রতিধ্বনি।


চোখ বন্ধ করি,
প্রস্তুত হই মারা যাওয়ার জন্য
আচ্ছা, আমি কি সত্যিই মারা যাচ্ছি?


রাস্তায় ডেকে উঠে বেওয়ারিশ কুকুর
তন্দ্রা কাটতেই বুঝতে পারি আমি শহরের
কোন এক ডায়াগস্টিক সেন্টার নামে হোটেলে,
যেখানে থাকলে মিনিটে মিনিটে গুনতে হয় টাকা
পাশে বসে আছে একটি মেয়ে
যাকে ভুলে গেছি সহস্র বছর পূর্বে
মাথায় বান্ডেজ, কপালে জল পট্টি
শরীরে বেটশীট আষ্টেপৃষ্ঠে আছে।


আমি বাঁচতে চাই না
তোমাদের সৃষ্ট নরকে আমি মরতে চাই।
যেতে চাই যেখানে তোমাদের ত্রাস নেই
কোন খুন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাসী, দূর্নীতি নেই
যেখানে তোমরাই বিচারের আসামি।