চাঁদ, তোমার কাছে আমি ক্যান ক্ষমা চাব?
আমি তো কোন অপরাধ করিনি।
আর তুমিই বা ক্যান ক্ষমা চাবে?
পৃথিবীর কে স্বার্থপর নয়?
না আমি, না তুমি, সবাই।
বরং রাগ-ক্ষোভ-অভিমানে কক্ষপথ পাল্টে ভালোই করেছ।
কি পেতে আমার কাছে?
আমি যে আকাশ নই
যার বুকে তুমি সাঁতার কাটবে
কিংবা তেজি তূর্য নই
তোমাকে আলোকোজ্জ্বল করব
অথবা নিকটস্থ কোন গ্রহ-উপগ্রহ নই
যার কাছে মায়া জোৎস্না বিলাবে।
বরং তুমি নিজ অক্ষপথে
নতুন কোন গ্রহ-উপগ্রহ খোঁজ
আর ভালো থেক আমি হীনে
মুছে ফেলে জমে রাখা রাগ-ক্ষোভ-অভিমান
টুকরো স্মৃতি, রাত জাগা আলাপন।
যা তোমার কাছে ব্যাপারই না।
কোন অমাবস্যাতিথিতে না হয় আমি ঝলসিব
যেদিন তোমার কৃষ্ণপক্ষ হবে।