আমি শেষ বিকেলের রোদের মতো তোমার ব্যালকনিতে
স্থান করে নেই ক্ষণিকের জন্য।
এই তো আর কিছুক্ষণ
সন্ধ্যা নামার আগেই হারিয়ে যাব।
অথচ তুমি ঘষেটি বেগমের মতো মারিয়ে চল
আমাকে সিরাজের ছায়া ভেবে।
আচ্ছা তুমি কি কোন ইংরেজের আজ্ঞাবহ?
হায়! দেখা হবে তবে ভগিরতীর আম্র কাননে
মুখোমুখি রণসাজে পলাশীর প্রান্তরে।
যার জন্য একদিন জীবন বাজি রেখেছিলাম
সে শত্রু পক্ষ।
আমাকে হারিয়ে দিতে প্রস্তুত সে
যার জন্য কাটিয়েছি বিনিদ্র রজনী।
আগে সে আমাকে এক পলক না দেখলে
পাগল হয়ে যেত,
আমার কথা না শুনলে তার ঘুম আসত না
আমার ডাক না শুনলে সকাল হত না
সে আমাকে হত্যা করতে উদ্ধৃত।
এখানে আবারো সৃষ্টি হবে এক পলাশী উপাখ্যান।
সেখানে সিরাজ, ঘষেটি, মীরজাফর হয়ত কেউ থাকবেনা।
থাকবে তুমি, আমি, আর কোন তৃতীয় পুরুষ।
বিশ্বাস কর আমি যুদ্ধ করতে চাইনা
যদি সেখানে তুমি নিহত হও! কিংবা সে
আমি চাই তুমি সুখে থাক
তাই আমি সন্ধিতে রাজী,
হউক আমার ক্ষতি
না পাই তোমার উষ্ণ আলিঙ্গন
সব মেনে নিব অবলীলায়।