ঘাস ফড়িঙের স্বাধীন অবসরের বিকেল
ঘাসের উপর নীলরঙা জীর্ণ সাইকেল।
কানামাছি ভো ভো,
যারে পাবি তারে ছো।
লাগামহীন উঠতি কৈশরের প্রেম
এখনো বাধানো আলোকচিত্রের ফ্রেম।
ছিলনা ভাবনা দূরে পালাবার
শুধুই ছিল আতঙ্ক হারাবার।
আমি বড্ড জড়সড় কিছুই নেই আমার,
খতিয়ানের খাতাটা ছিড়েই গেল এবার।
ঐ দালান ছুতে ছুতে আকাশ ছোয়া হলনা বিলাসী এই আমার।
আমি তারাদের ভীড়ে আধফালি চাদ দেখেছি,
তবু পূর্ণতা পাওয়া হলনা আজ।
আমি সমুদ্র দেখেছি
দেখেছি উন্মত্ত জলরাশি,
মাপিনি এর বিশাল গভীরতা!
আমি আলোকবর্তিকা দেখেছি,
দেখেছি এর বিচ্ছুরিত উন্মাদ রশ্মি।
এখনো দেখি,
তাই তোমাকে দেখার সাধ মিটে গেছে।
এগুলো এখন তোমার চরণতলে আছড়ে দিশা খোজে।
বাচার যুদ্ধে আমার প্রেমিকা তুমি
আমার বালিকাবধূ তুমি
গোটাবে তোমার বার হাত শাড়ির আচল।
হবে হয়ত সাবালিকা সংসারী।
আহ: অবাক আজ আমি
ভাবোনি কিশোরী তুমি
অবাক আমি!
সেই তুমি আর প্রমত্ত প্রেমিকা নেই আমার,
ভেবো না
হয়তো হবে দেখা ।
দেখবে সেই যাযাবর আমি রাস্তার মোড়ে
সিনেমার রংচটা পোস্টারের সামনে।
হাতে ধরে থাকব চারমিনার
হয়তো কোন নির্জলা দুপুরে দেখা হবে আবার।
সেই ফড়িং ধরা বিকেল
ঘাসের উপর নীলরঙা সাইকেল
আর দিশা খোজে না
অতীত কথা বলে না।