ইট পাথরের শহরে কি বৃষ্টি দেখা যায়?
না, দেখা যায় না।
যা দেখা দেয় সে কেবল আলেয়া!
দুঃখ ব্যাথা হাহাকার
কৃত্রিম শহরে তাই নিত্য হতাশ ক্রন্দন
উচু দালানের ভিড়ে সে কেবল
পানি হয়ে ভিজিয়ে দেয়, সেখানে
বৃষ্টির মায়া, মুগ্ধতা, স্নিগ্ধতাহীন;
বিদ্যুতের আলোয় যেমন জোৎস্না !
তারকাধুলি মানুষকে টানে মাটি
সবুজ পাহাড় আর প্রকৃতি।
সবুজ ডাকে বৃষ্টিকে
যেখানে কোলাহল নেই, নেই ব্যস্ততা,
মানব হৃদয়ে জমা বেদনা ধুয়ে দিতে
সেখানেই কেবল বৃষ্টি ঝড়ে বরষা হয়ে !