স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি একাত্তরে,
পেলাম স্বাধীনতা, মুক্তি মিলেছে কি?
গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি নব্বইয়ে,
পেলাম গণতন্ত্র, অধিকার মিলেছে কি?


আছে সামন্তবাদ, মনের গভীরে;
আছে দুর্নীতি, সমাজের গভীরে;
নেই পরমতসহিষ্ণুতা, এতটুকু!
নেই ভ্রাতৃত্ববোধ, এতটুকু!


কেমনে আসে গণতন্ত্র...


পৃথিবীর আকাশে ঈগলের ধারালো নখের থাবা,
স্বাধীনতা রক্ষা বড় দায়,
মানবতা বহু দূর।