নদী তোর মনের ভেতর লুকিয়ে রাখিস এত্ত কথা-
বলিস না তো!
এত তুই জমিয়ে রাখিস রক্তক্ষরণ বুকের ভেতর-
কাঁদিস না তো!
যে ব্যথা জ্বালায় পোড়ায় হৃদয় আমার কঠিন ঘাতে
সে ব্যথাও ভাসিয়ে নিলি তোর হৃদয়ের উছল স্রোতে
তবুও আমার মতো ভগ্ন হৃদয় অশ্রু ধারায় ভাসিস না তো!




নদী তুই ঝাঁপিয়ে পড়িস আপন বেগে; কাহারো অপেক্ষাতে
থাকিস না তো!
সাগরের অথৈ জলে মরিস ডুবে তবুও বুকের মাঝে নাগরকে তুই
ডাকিস না তো!
মিলনের আকুল আশে কেঁদেছি বেহাগ মলিন মর্মঘাতে
তবু তুই জড়িয়ে নিলি সোহাগ শ্যামল মূর্ছনাতে
অপমান সয়েও এত বুকের ওপর পাষান চেপে রাখিস না তো!




নদী তোর পলল জুড়ে জমিয়ে রাখিস মানিক হাজার-
খুঁজিস না তো!
বিষাদের আস্ত পাথার বইয়ে রাখিস ফল্গু ধারায়
বুঝিস না তো!
কত না শ্রান্ত জীবন ফুরিয়ে গেল গহীন স্রোতে
অথচ দু’কূল জুড়ে লক্ষ প্রাণে বাঁচিয়ে রাখিস একার হাতে
অপচয় দেখেও এত ক্লান্ত প্রাণের, প্রাণের ধারা রুখিস না তো!!